এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মানোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক করছে।
মঙ্গলবার তিনি যোগিপোল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের যোগিপোল, বাদামতলা, মোড়রপাড়াসহ বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেন। বিকাল ৪টায় ৯নং ওয়ার্ডের বেগ রাসেদুজ্জামান সুমনের বাড়ীতে উঠান বৈঠকে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী প্রধান অতিথি হিসাবে যোগদেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা সুুরুজ্জামান হানিফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলামিন ফকির, বেগ খালিদ হাসান বাবু, কুয়েট কর্মচারী সমিতির নেতা হাবিবুর রহমান, খোকা মুন্সি, সেলিম হাওলাদার, সাবেক ইন্সেপেক্টর কামাল, শেখ সলেমান, সিদ্দিক, আমজেদ শেখ, মোড়ল তরিকুল, বেগ আসাদুজ্জামান সুমন, মিতুন মোল্যা, শেখ শাহিনুর রহমান, মোড়ল শহিদুল, মোড়ল মুরাদ, ইলিয়াজ, আজিজুর, শিলা পারভীন, মনিরা পারভীন, কনা, ছবি বেগম, জাহানারা, সাবিহা, নুপুরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply