শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলে প্রায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (০৮ ই ফেব্রুয়ারি) মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হোগড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব -১২,টাঙ্গাইল।এসময় তাদের কাছ থেকে আড়াই কেজি গাঁজা,মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ এর সিপিসি-৩,কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জনান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হোগড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত.বারেক মোল্লার ছেলে জামাল (৩২) ও কানু মোল্লার ছেলে হরফ আলী (২৩) কে আটক করে র্যাব।এসময় বারেক মোল্লার ঘরে তল্লাশি চালিয়ে আড়াই কেজি গাঁজা এবং ১ টি মোবাইল এবং ২ টি সিম কার্ড জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ও সিম কার্ডের মাধ্যমেই ক্রেতাদের সাথে যোগাযোগ করতেন বলে তারা জিজ্ঞাসাবাদে জানতে পারে র্যাব।
জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে আরও জানায়,দীর্ঘদিন ধরেই তারা টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় গাঁজার ব্যাবসা করে আসছিলো। আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply