নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদটি গেল বিএনপির ভাগে, অন্যদিকে সাধারণ সম্পাদকের পদটি গেল আওয়ামী লীগের ভাগে। তবে সমঝোতায় নয়, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে সৌহার্দ্যের এমন ফলাফল এলো।
বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত টানা ভোট গণনা চলে।
এই নির্বাচনে মোট ১৯টি পদের বিপরীতে অংশ নেন ৪০ প্রার্থী। আইনজীবী সমিতির মোট ৫ হাজার ৪০০ জন সদস্য এতে ভোট দেন।
আইনজীবী সমিতির এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ মোট ১৩টি পদে জয় পেয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং সাতটি সদস্য পদ। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মোট ৬টি পদে জয় পেয়েছে। এর মধ্যে রয়েছে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদ।