1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
টার্গেট বল খেলায় রেফারি ও কোচ হলেন জবির দুই শিক্ষার্থী
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী। চোর সদস্যকে পুলিশে দেয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউপি সদস্যের বাড়িতে পালতক চোরদের হামলা ও মারধর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত এক সাংবাদিক। জাতীয় আইনগত সহায়তা দিবস ২৮ এপ্রিল 

টার্গেট বল খেলায় রেফারি ও কোচ হলেন জবির দুই শিক্ষার্থী

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫৫ এএম
  • ২৯৭ বার পঠিত
জবি প্রতিনিধি:
বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশন এর উদ্যোগে টার্গেটবল খেলার নতুন রেফারি ও প্রশিক্ষক হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ফিনান্স বিভাগের মো: ফয়সাল ও ২০১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াজ ভূঁইয়া। টার্গেটবল এসোসিয়েশনের রেফারি ও প্রশিক্ষক কোর্স-২০২১ এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই তারা এ সুযোগ লাভ করেন।
জানা যায়, টার্গেটবল ভারতের একটি খেলা যা ২০১২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। টার্গেটবল খেলা নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্থান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিশাস, বাস্ক, দুবাই এবং উগান্ডা ইত্যাদি বিভিন্ন প্রতিবেশী দেশগুলিতেও খেলা হয়। টার্গেটবল খেলার প্রথম আন্তর্জাতিক পর্যায়ে পেশাদার চ্যাম্পিয়নশিপটি ২০১৪ সালে ভুটানে অনুষ্ঠিত হয়েছিল। এখন এটি এশিয়া মহাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হচ্ছে। আন্তর্জাতিক টার্গেটবল সমিতির ভারপ্রাপ্ত সদস্য হিসেবে ৮০টিরও বেশি দেশ রয়েছে। টার্গেটবল আন্তর্জাতিক বন্ধুত্বকে উৎসাহিত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
গেমের ইতিহাস থেকে জানা যায়, অফিসিয়ালি টার্গেটবল খেলাটি ২০১২ সালে মিঃ সোনু শর্মা তৈরি করেছিলেন। গেমটির উদ্দেশ্য ছিল টার্গেট বলটি টার্গেট রিংয়ের মধ্যে ফেলে দেয়া। প্রকাশ্যে টার্গেটবল খেলাটি ৮ ই অক্টোবর, ২০১২ সালে মধুরার শ্রী জি বাবা সরস্বতী বিদ্যা মন্দির বিদ্যালয়ে খেলা হয়েছিল এবং মহিলাদের টার্গেটবল খেলা ২০১৪ সালে শুরু হয়েছিল। মিঃ শর্মা সময়ে সময়ে গেমটিতে অনেক পরিবর্তন করেছেন এবং মিঃ সোনু শর্মাকে “টার্গেটবল খেলার” জনক বলা হয়েছে।
পরিচিতি টার্গেটবল সুষ্ঠু প্রতিযোগিতার একটি উত্তেজনাপূর্ণ, দ্রুত এবং দক্ষ খেলা। এটি এমন একটি খেলা যার মধ্যে ছয় (৬) জন খেলোয়াড়ের দুটি দল বলটি ধরে রাখতে বা অর্জন করার চেষ্টা করে। দলে দলে দৌড়, লাফানো, নিক্ষেপ করা এবং ধরার মধ্য দিয়ে বলটি তার লক্ষ্য বৃত্তে স্থানান্তরিত করার চেষ্টা করে যেখান থেকে একটি লক্ষ্য অর্জন করা যায়, অন্যদিকে বিরোধী দল এটি রোধ করতে এবং দখল অর্জনের জন্য প্রতিরক্ষামূলক আন্দোলন এবং কৌশল ব্যবহার করে। দলের বেশি সংখ্যক গোলের ম্যাচটি বিজয়ী। মূলত বাস্কেটবল আর হেন্ডবলের সমন্বয়েই এই খেলাটি হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি ও কোচ রিয়াজ ভূঁইয়া বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন এই টার্গেটবল খেলার দল গঠন করার আশা পোষন করছি এবং সম্পূর্ণ নতুন এই খেলার কোচ ও রেফারি হওয়ার জন্য প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাব ধন্যবাদ জানায়।
শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, টার্গেট বল খেলাটি একদমই নতুন। বাংলাদেশে কিছু দিন আগে এসেছে। এরই ধারাবাহিকতায় আমরা তাদের দুইজনকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় খুলার পর আমরা এই খেলাটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াঙ্গনে অন্তর্ভুক্ত করবো।
উল্লেখ্য যে, ইতিমধ্যে তারা দুই জন বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশন এর উদ্যোগে ২৪ ও ২৫ জানুয়ারি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ২ দিন ব্যাপি টার্গেটবল খেলার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews