হুমায়ন কবিরঃ
খুলনায় ডা. রকিব খান হত্যার ঘটনায় মামলা নিতে বিলম্ব ও আসামিদের গ্রেফতারে গড়িমসি করায় বিএমএ খুলনার দাবির মুখে খুলনা থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) কর্মকর্তা আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, রোগীর স্বজনদের হামলায় ডা. আব্দুর রকিব খান ১৬ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে খুলনা থানার ওসির প্রত্যাহার দাবি করে বিএমএ। তাদের দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে খুলনা থানার ওসিকে প্রত্যাহার করা হল।