আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যাও। বিশ্বব্যাপী করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। এ সময়ে মারা গেছেন ২৪ লাখ ১১ হাজারের বেশি মানুষ এবং সুস্থ হয়েছেন ৮ কোটি ১৪ লাখের বেশি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জন।
ওয়েবসাইটটি বলছে, এখন সারাবিশ্বে আক্রান্ত রোগী রয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৬১২ জন। এর মাঝে অন্তত ৯৮ হাজার রোগীর অবস্থা সংকটাপন্ন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। তবে গণটিকাদান শুরুর পর ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে টিকাগ্রহণকারী ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।
করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।