২ কোটি টাকা অর্থ ব্যয়ে বান্দরবানে প্রথম শিশু পার্ক উদ্ভোধন
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দুই কোটি অর্থের বাস্তবায়নে বান্দরবান জেলা সদরে ‘দের একর ‘ জমি উপর শিশুদের বিনোদনের জন্য প্রথম শিশু পার্ক উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আজ ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময় সেগুন বাগিচা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন শেষে বক্তব্য মন্ত্রী বলেন, বান্দরবান জেলা সদরে পাশাপাশি উপজেলাতে গুলোতেও শিশু পার্ক নির্মাণ করা হবে। যাতে পড়ালেখা পাশাপাশি বাচ্চাদের ও বিনোদনের ক্ষেত্রে শিশুদের মনে আনন্দময় স্বতস্ফুর্তি বাড়ে। তিনি আরো বলেন, শিশুদের আনন্দময় উপভোগ দেওয়ার জন্য শিশু পার্ক স্থাপন করা হয়েছে। যাতে বাচ্চারা এই শিশু পার্কে এসে তাদের আনন্দময় জীবনটুকু কাটাতে সক্ষম হয়।
এই সময় আরো উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ, ঠিকাদার মোঃ মোরশেদ সহ আওয়ামীলীগের সংগঠনের নেতাবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এইদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বিনোদনের জন্য শিশু পার্কে স্থাপন করা হয়েছে, মিনি ট্রেন,মেরী গো রাউন্ট,স্প্রীং ঘোড়া সহ মোট ১১ টি রকমারী।
তবে এই শিশু পার্কটি বান্দরবান পৌরসভা কাছে হস্তাতর করা হবে জানিয়েছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..