
কামাল পারভেজ অভি,ফটিকছড়ি থেকেঃ
ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর রাঙ্গামাটিয়ায় আনজুমানে গাউছিয়া বারীয়া মীর মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফী সৈয়দ মীর আহমদ মুনিরী (রহ:) এর দুইদিন ব্যাপী ৪৩তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সমাপনী দিনে বাদ এশা শাহ্ মীর মুনিরীয়া যুব সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেকের পরিচালনায় ফটিকছড়ি পৌরসভা শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে আল্লামা শাহ্সুফী কাজী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম:জি:আ)’র সভাপতিত্বে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় ওরশে ফটিকছড়িসহ দেশ-বিদেশ থেকে ছুটে আসে হাজারো ভক্তরাণুরাগী।
মিলাদ কিয়াম শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি।
ছবি সমাপনী দিনে আখেরী মোনাজাত পরিচালনা করছেন সভার সভাপতি আল্লামা শাহ্ছফী কাজী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী(মঃজিঃআঃ) – সূর্যোদয়
এ জাতীয় আরো খবর..
Leave a Reply