
আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ’র আয়োজন করেছে জেলা বিএনপি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের আদালত সড়কের প্রদক্ষিণ করার সময় পুলিশি বাঁধার সম্মুখীন হয়। এ সময় পুলিশ বেস্টনির মধ্যেই বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবলীদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার সহ অভিযোগকৃত সাজানো মিথ্যা মামলায় তারেক রহমানসহ ৮১ জন নেতাকর্মীক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দলীয় নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply