তৌহিদুল ইসলাম সরকার:ময়মনসিংহ-প্রতিনিধি, ১৭ই ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ময়মনসিংহের নান্দাইলের সকল ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশের এক সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাল্য বিবাহ, মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের ভূমিকা নিয়ে আলোচনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদ উদ্দীন। পরে গ্রাম পুলিশদের নিজ হাতে মাক্স পরিয়ে দেন ইউএনও মো.এরশাদ উদ্দিন।
ইউএনও মো.এরশাদ উদ্দিন বলেন, ‘বাল্য বিবাহ, মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম। এ ব্যপারে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।’
Leave a Reply