রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
দামি দামি পন্য কম দামে দেওয়া ও লভ্যাংশসহ ক্রয়কৃত পন্যের মুল টাকা ৭ দিনের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাসের ফাঁদ পেতে দুই মাসে ছয় কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা আদম সুফি কে গ্রেফতার করেছে RAB-13।ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় সুফির কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোনসহ ডোমার বাজার ভোগ্যপন্য সমবায় সমিতির যাবতীয় কাগজপত্র উদ্ধার করা হয়।
নাম মামুন হাসান মালিক হলেও উত্তরের জেলা নীলফামারীর প্রত্যন্ত জনপদে তার পরিচিতি আদম সুফি নামে।২০২০ সালের নভেম্বরে প্রতারনা করার উদ্দেশ্য সমবায় সমিতি গড়ে তুলে সে।
আর প্রতিষ্ঠানই ছিলো তার প্রতারনার সাম্রাজ্য। প্রতারক চক্রের এই মুলহোতাকে আটকের পর সংবাদ সন্মেলনে এসব কথা জানায় মেজর আব্দুল্লাহ আল মহি হাসান, ভারপ্রাপ্ত অধিনায়ক র্যাব১৩ রংপুর সদর দপ্তর।
সমবায় সমিতির নামে ১৮ থেকে ৪০ বছরের নারীদের উদ্ধুদ্ধ ও প্রলুব্ধ করে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে মাত্র দুই মাসে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। এই চক্রে জড়িত অন্য সদস্যদের দ্রুতই আটক করা সফল হবে বলে জানায় র্যাব ১৩ রংপুর।