বিদ্রোহ
দুর্গম পথ দিতে হবে পারি
জাগরে নবীন জাগোরে তরুণ
দিব্যচক্ষে দেখো নির্দয় ওরা দুর্বৃত্তরা
বাঁধার দেয়াল চুরমার করো হে তরুণ।
জগতে আজ দুর্যোগের ঘনঘটা
শক্তি রে তোর জায়গায় তোল
হাতে হাতে হাতিয়ার ধরো ,চলো সম্মুখ পানে
আর করুণা নয় ভীতির দুয়ার খোলো।
শুনছি আমি শোনো ওই দূরে
যুদ্ধের উম্মাদ প্রলয় নাদ
দুর্বার দাফতের চলো হে নির্ভীক
ঘুচাও যুদ্ধের প্রসাদ সাধ ।
অভয় চিত্তে এগিয়ে চলো
দাঁড়াও অসীম শক্তি বল
দারুন তেরে সংসার করো
ভেঙ্গে ফেলো অন্যায়কারীর হিংস্র বাহুবল।