এম এ রহিম (কক্সবাজার) পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন (৫০) সদস্য ডাক্তার বেলাল উদ্দিন হায়দার (৫০)ও উপজেলা যুবদলের সহ-সভাপতি জালাল উদ্দিন (৪৪) আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারস্থ কৃষ্ণচুড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাগেছে,এদিন রাজাখালী ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়। রাত ৭টার দিকে হাজী মার্কেট সংলগ্ন একটি হেফাজখানার মাঠে কাউন্সিল অনুষ্টিত হয়। কাউন্সিলে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক সিনিয়র নেতা অংশ গ্রহন করে। কাউন্সিল শেষে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেনসহ আরো অনেকে। সবুজ বাজারের দক্ষিন পাশে কৃষ্ণচুড়া মোড়ে পৌছলে রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান ইমুর নেতৃত্বে ১০/১৫জনের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইকবাল হোসেনসহ তারা আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদিকে সৃষ্ট ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপির কয়েকজন নেতাকর্মী জানায়, এটি তাদের উপর পরিকল্পিত হামলা। ছাত্রলীগের ক্যাডাররা রাতের আধাঁরে ন্যাক্কারজনক হামলা করেছে। ক্ষমতাসীন দলের কয়েকজন সিনিয়র নেতা জানায়, গনতান্ত্রিক দেশে রাজনীতি করা সবার অধিকার আছে। ছাত্রলীগের কি দরকার ছিল হামলা করার। আসলে তারা বেপরোয়া হয়ে গেছে। এটি দলের জন্য বদনাম। তবে ছাত্রলীগের ছেলেরা হামলা করছে নাকি দায়ভার তাদের কাঁধের উপর তুলে দিচ্ছে এটি খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে জানতে রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান ইমুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..