আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে মধুপুর দৈনিক বাজার রোডের মানিক ষ্টোর পন্চাশ হাজার এবং শ্যামলী ষ্টোর ত্রিশ হাজার টাকা করে দুই ব্যাবসায়ীকে আশি হাজার টাকা জরিমানা এবং ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা র্যাব-১২ এর কম্পানী কমান্ডার এ এস পি এরশাদুল ইসলাম সহ অন্যান্য র্যাব কর্মকর্তাগন, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ। এসময় সাংবাদিকদেরকে কম্পানী কমান্ডার এরশাদুল ইসলাম জানান, আমাদের
র্যাব-১২ এর নিকট তথ্য আসে, মধুপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে কয়েকজন ব্যাবসাী মধুপুর সহ আশপাশের কয়েকটি উপজেলায় বিক্রি করা হচ্ছে।
উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন ব্যাবসায়ীদেরকে ধরতে সকাল থেকে অভিযান চালায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম। এবং পলিথিন ব্যাবসায়ীদের তথ্য মতে তাদের গোডাউনে রাখা প্রায় পাচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তিনি আরও জানান এ ধরনের অভিযান চলমান থাকবে।