আনোয়ার হোসেন আন্নু,সাভার: সাভারের আশুলিয়া কবিরপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নবিনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
নিহত রায়হান সরকার চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকার আইয়ুব সরকারের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলেন রায়হান সরকার। কখনও পিকনিকের বাসে আবার কখনও কাভার্ডভ্যানের ভেতর মাদক পরিবহন করতেন তিনি।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব নিশ্চিত হয় রায়হান সরকার সাভারের কবিরপুর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে।
পরে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী রায়হান ঘরের ভেতর থেকেই র্যাবকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে।
র্যাবও পাল্টা গুলি ছুড়লে রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং নাছির ও মনির নামে র্যাবের দুই সদস্য পায়ে গুলিবিদ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় প্রায় ১১টি মামলা রয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর পৃথক একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় আটক করা হয় ট্রাকের চালক ও সহকারীসহ এক মাদক ব্যবসায়ীকে।