লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পরিবেশ দূষন রোধে অবৈধ ভাবে গড়ে তোলা ইট ভাটার বিরুদ্ধে হিউম্যান রাইটস্ পিস ফর বাংলাদেশ এর চেয়ারম্যান এডভোকেট মনজিল মোরশেদ সাহেবের এক পিটিশন এর প্রেক্ষিতে লাইসেন্স বিহীন সকল ইট ভাটা বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কতৃপক্ষের উপর নির্দেশ দিয়েছেন। তৎপ্রেক্ষিতে অবৈধ ইট ভাটা বন্ধ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করতে মাটে নেমেছে প্রশাসন। ইতিমধ্যে কিছু অগ্রগতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। কিন্তু্ু আদালত ও সরকার কে বেকায়দায় ফেলতে ইট বিক্রি বন্ধ, প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি, মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ব্রিক ফিল্ড মালিক সমিতি, যা সরকার ও আদালতের প্রতি বৃদ্ধ আঙ্গুল প্রদর্শন পূর্বক আইন অবমাননার শামিল।
এই বিষয়ে এডভোকেট মনজিল মোরশেদ সাহেবের দৃষ্টি গোচর হলে, আদালতের বিরুদ্ধে অবস্থান কারীদের প্রতি ২৪ ঘন্টা সময় দিয়ে উকিল নোটিশ প্রেরণ করেছে। সন্তোষজনক জবাব না পেলে, আদালত অবমাননা মামলা হবে বলে নিশ্চিত করেছেন।
Leave a Reply