উবাইদুল্লাহ, খানজাহান আলী থানা প্রতিনিধি খুলনাঃ খানজাহান আলী থানা জাতীয় ছাত্রসমাজের দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় ফুলবাড়ীগেটস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জাতীয় ছাত্র সমাজ মহানগরের আহবায়ক হাচান মোল্যা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর জাতিয় পার্টির সদস্য সচিব হাজী মোঃ মোশারফ হোসেন। জাতীয় ছাত্র সমাজ মহানগরের সদস্য এস এম মুজাহিদুর রহমান রিয়াদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ন আহবায়ক তৈমুর হোসেন শাহিন, যুগ্ন আহবায়ক এস এম আনিসুর রহমান ও খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব ইমানা আক্তার ইমু। বক্তৃতা করেন জাপা নেতা হরুন শেখ, মিজানুর রহমান শাকিল, হানিফ শিকদার, আবুল হোসেন, মনিরুল ইসলাম, আল আমিন, নুরু মোল্যা, আঃ হক, জি এম মিলন, জাকির খান, রিজাউল ইসলাম নয়ন প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনে তাস্তাতুল হোসেন নাদিমকে আহবায়ক, মুজাহিদুর রহমান রিয়াদ, রাব্বি চৌধূরী(লিয়ন), সোহাদা নেওয়াজ কে যুগ্ন আহবায়ক এবং আমিরুল ইসলাম ঐশ্বযর্যকে সদস্য সচিব এবং শেখ আরিফুল ইসলাম ফয়সাল, মিলকান মল্লিক, আফ্রিদী হাসান আদর, ও মিদুল হাসানকে কার্যনির্বাহী সদস্য করে ১১ সদস্যের শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়।
Leave a Reply