
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
নোয়াখালী সাংবাদিক বুরহান উদ্দিন মোজ্জাকির সন্ত্রাসী হামলা হত্যার প্রতিবাদ ও বাংলাদেশ সাংবাদিক উপর নির্যাতন নিপিড়ন বন্ধের দাবীতে মানব্বন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দরা।
আজ ৩ মার্চ বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাব হতে মিছিল শুরে করে শহরে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেস ক্লাবে সামনে এসে মানব্বন্ধন মিছিল সমাপ্তিকালে বক্তব্যে সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকরা প্রতিবদ্ধক। এছাড়াও দেশে বিভিন্ন স্থানে হামলা- মামলা নির্যাতন ও হুমকি মুখে বরাবরই ঘটনা ঘটে আসছে। একটি স্বাধীন দেশের সাংবাদিকরা তা প্রকাশ করে না। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সাএয়াদেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন ও হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এই সময় মানব্বন্ধনে উপস্তিত ছিলেন, বান্দরবান জেলা সদরে প্রেসক্লাবে সাধারন সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নে সাধারন সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটে সভাপতি আলাউদ্দিন শাহারিয়া, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা, জিটিভি প্রতিনিধি ইছহাক, সমকাল প্রতিনিধি উজ্জ্বল তংচগ্যা, মাছরাঙ্গা টেলিভিশনে জেলা প্রতিনিধি কৌশিক দাশ, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেন, মোহনা টিভি প্রতিনিধি রাহুর বড়ুয়া ছোটন, এশিয়ান টিভি প্রতিনিধি নুরুল কবীরসহ বান্দরবান বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply