নিরেন দাস,জয়পুরহাটঃ-
জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে”গ্রাম পরিণত হয়েছে শহরে। গ্রামকে শহরে সাজাতে দিনরাত কাজ করছে সরকার। ইতিমধ্যে গ্রামে গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ।
সোমবার (৮ এ মার্চ) বিকেলে পৌর শহরের শিশু উদ্যানে অনুষ্ঠিত জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ৩৬ তম সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
এসময়ে হুইপ আবু আল মাহমুদ স্বপন আরো বলেন, এক শ্রেণির ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন। তবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিছু লোকের চাকরির ব্যবস্থা ও অর্থ উপার্জন যেন তাদের মূল উদ্দেশ্য না হয়। বরং ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ যার লক্ষে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে, সভায় আরো বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু-এমপি,জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব,সহ-সভাপতি মাহাবুব ইসলাম সহ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পর্যায়ের নেতৃবৃন্দরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..