
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজে৮লার পাবর্তীপুর ইউনিয়নের লোলাপুর গ্রামের শ্রী পচা কিসপটার জমি দখল, নারীদের উপর শারিরিক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তক্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, সাংগঠনিক সম্পাদক রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমব্রম, জাতীয় যুব পরিষদের নরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নুকুল পাহান, সাধারণ সম্পাদক টুনু পাহান সহ অন্যরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে আদিবাসী নেতারা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply