মমিনুল ইসলাম লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামে রাস্তা বন্ধ করে ১০ টি অসহায় পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের চিত্ত মাস্টার নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশির ( ৩২)। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৌজা শাখাতি গ্রামের মৃত কালীপ্রাসাদ রায়ের পুত্র চিত্ত মাস্টার উক্ত গ্রামের দীর্ঘ দিনের চলাচলের সরকারী রেকর্ড ভুক্ত রাস্তা ক্ষমতার জোর দেখিয়ে বন্ধ করে দেওয়ায় ১০ টি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি হয়েছে। পরিবারগুলো বাজার হাট করতেও পারছে না। এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগী পরিবার বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। এ বিষয়ে শিশির জানান, এই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে হাটে-মাঠে চলাফেরা করতে পারছি না। ফলে আমরা ১০ টি পরিবারের লোকজনের চরম অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রাস্তাবন্ধকারী চিত্ত মাস্টার কে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করেও পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে উভয়পক্ষকে ডেকে পাঠানো হলে এক আসলেও আরেক পক্ষ না আসায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।