1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চন্দ্রদ্বীপে নৌকার দাবীতে বিক্ষোভ!
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে সরকারি খালের মাটি লুটের অভিযোগ ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি

চন্দ্রদ্বীপে নৌকার দাবীতে বিক্ষোভ!

  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১১.০২ পিএম
  • ২৫৩ বার পঠিত

আমির হোসেন, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
তারই ধারাবাহিকতায় বাউফল উপজেলায় প্রথম ধাপে ৯টি ইউনিয়ান পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এরই মধ্যে গতকাল ১৩ই মার্চ উপজেলার ০৯ ইউনিয়নের দলীয় প্রার্থী ঘোষনা করেছেন উপজেলা আওয়ামীলিগ।
প্রার্থী তালিকায় চন্দ্রদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাকে মনোনয়ন না দিয়ে আমিরুল ইসলাম হাওলাদারকে মনোনয়ন দেওয়া হয়।
এতে চন্দ্রদ্বীপের সাধারন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠে। রবিবার সকাল ১০টার দিকে নদী বেষ্ঠিত ইউনিয়ন চন্দ্রদ্বীপের প্রায় ৩ (তিন)হাজার নারী পুরুষ ও দলীয় নেতাকর্মীরা নৌকার দাবীতে মিছিল নিয়ে দলীয় কার্যালয় জনতা ভবনে জড়ো হয়।
জনতা ভবন থেকে শুরু করে উপজেলার পাবলিক মাঠ, বাজার রোড ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসেই মিছিলটির শেষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক  মিছিলে থাকা একাধিক ব্যক্তি বলেন আলকাস মোল্লা “আমাগো লইগ্গা যা করছেন তা অন্য কোনো ইউনিয়নে অন্য কোনো চেয়ারম্যান মনে হয় না করছে, রাস্তা পাইছি, ঘর পাইছি আবার কারেন্ট ও আইছে আমাগো আর কি লাগ ’’ আমাগো দাবী একটাই আমরা আমাগো চেয়ারম্যানরেই আবার চেয়ারম্যান হিসেবে চাই”।
উল্লেখ গত ২০১৬ সালের পর চন্দ্রদীপ নতুন একটি ইউনিয়ন হিসেবে রুপান্তরিত হবার পরই সেখানের ১ম চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক আলকাস মোল্লা।
সেবার দলীয় মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র ভাবে নির্বাচন করে সর্বমোট ৪৩২৬ কাস্ট হওয়া ভোটের ৩৪২৯ ভোটই পেয়েছিলেন তিনি একা। বর্তমান ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদকের পদেও রয়েছেন এই চেয়ারম্যান।
দলীয় মনোনয়ন না পেয়ে এভাবে মিছিল নিয়ে বের হওয়াটা কতটা যুক্তিযুক্ত সাংবাদিক পরিচয়ে তা জানতে চাওয়া হয় এনামুল হক আলকাস মোল্লার কাছে জবাবে তিনি বলেন সত্যি বলতে এভাবে ইউনিয়নের লোকজনরা চলে আসবে তা আমিও জানতাম না সকালে খবর পেয়ে দলীয় কার্যালয়ে এসে ওনাদেরেকে বুঝিয়ে আবার শান্তিপূর্ন ভাবে চন্দ্রদীপ চলে আসি। চন্দ্রদীপ ইউনিয়ন আওয়ামীলিগ ও তাদের অংঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা তাদের মনের দাবী-দাওয়া উপজেলা আওয়ামিলীগের কাছে জানাতেই মূলত এসেছে। বর্তমানে যাকে নৌকা দেওয়া হয়েছে তার কোন জন সমার্থণ নেই। তাকে যতবার নৌকা দেওয়া হবে ততবার পরাজয় বরন করবে। আমি তৃণমূলের প্রার্থী। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী তিনি যেনো জনগণের দাবী বিবেচনায় নিয়ে তালিকা সংশোধণ করে আমাকে নৌকায় মনোনয়ন দেন।
যেহেতু নৌকা পাননি এখন দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আলকাস মোল্লা বলেন আমার অভিভাবক জননেতা আ স ম ফিরোজের এবং উপজেলা আওয়ামিলীগের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, ওনারা যা বলবেন সেটাই হবে। এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেই নি।
অন্যদিকে নৌকার মনোনয়ন পেয়ে গতকাল রাতেই সৌজন্য সাক্ষাৎ করতে বেরিয়েছেন আমির হোসেন হাওলাদারের সমর্থকরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews