নিজস্ব প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের নান্দাইলে আনিছুর রহমান চৌধূরী (৫৫) নামে এক ব্যক্তিকে এলো- পাতাড়ি কুপিয়ে নির্মম ভাবে খুন করেছে দূবৃত্তরা।।
জানা যায় আনিসুর রহমান চৌধুরী নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আহাম্মদ আলী চৌধুরী পুত্র।।
১৫ মার্চ (সোমবার) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় বাণিজ্য বাজার থেকে বাজার করে বাড়ির ফেরার পথে রাস্তায় গতিরোধ করে অতর্কিত ভাবে দূবৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করে রাস্তায় ফেলে রেখে যায়।।
পরে রাস্তা দিয়ে আসা স্থানীয় জনতা তাকে থেকে উদ্ধার করে, রাতেই নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।।
জানা যায় মৃত আনিছূর রহমান চৌধুরী কেন্দুয়া উপজেলায় একটি এফতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।।
নিহতের বড় ভাই আব্দুর রহিম চৌধুরী খুনের ঘটনাটি নিশ্চিত করে বলেন,কারা খুন করেছে তা এখনো বলা যাচ্ছে না।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার (৪২) জানান, তার দেবরের সাথে জমিজমা বিষয় সংক্রান্ত বিরোধ রয়েছে।।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছোট ভাই হাবিবুর রহমান চৌধুরী (৪৫)কে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।।
Leave a Reply