আমি কাছে আছি বলে কষ্ট পাও তুমি
তাই দূরে যাব চলে ।
শান্তিতে ঘুমাও একসময় রাতের প্রদীপ
নিভে যাবে শেষ জ্বলে !
থাকবে না আর কোনো অশান্তি
রইবেনা আর ভয়ের প্রান্তি
ভেঙ্গে যাবে ঘুম রজনী প্রহরে
তাড়া নেই জাগো জাগো বলে ;
সর্বত্র সুদূর শূন্য
নীলিমায় বাজবে বাঁশি,
অচেনা ফুলে ছড়াবে সুভাষ
ভরবে না মন করিবে উদাস ।
বাগানে আঁকা বিরহী পাপিয়া
প্রিয়া প্রিয়া বলে উঠিবে ডাকিয়া,
প্রেমের সাগরে ভাসিবে আবার
কান্নার রোল থাকিয়া থাকিয়া