আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (বুধবার) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য মন্ত্রী ,জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
এসময় বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক কেক কাটা অনুষ্টানে অংশ নেন।