নিরেন দাস, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা,চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়রম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,নব-নির্বাচিত পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মূকল বক্তব্য রাখেন। এছাড়াও সকাল থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল,উপজেলা প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।