নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম আগ্রাবাদের রাস্তায় সাইকেল নিয়ে কসরত করছিল (বাইক স্ট্যান্ড) এক দল কিশোর। তারা সবাই স্থানীয় ইস্টার্ন বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য।
তাদের ওই কসরতের কারণে অবরোধ হয়ে পড়ে সড়ক। বন্ধ হয়ে যায় যানচলাচল। এ সময় আটকা পড়া এক রিকশাযাত্রী সড়ক অবরোধ করে সাইকেল চালানোর প্রতিবাদ জানালে তার উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এ ঘটনার জের ধরে বুধবার (১৭ মার্চ) দুপুরে সংঘর্ষ হয় দু’পক্ষের মধ্যে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিহত যুবকের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত মো. হাশেম (৩৩) নগরের হালিশহর থানাধীন রঙ্গিপাড়ার বাসিন্দা। তার মৃত্যুর খবর শুনেই চমেক হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, লিমন, রনি ও রাজু নামে কিশোর সরাসরি হামলায় অংশ নেয়। তাদের হাতে থাকা ছুরিকাঘাতেই প্রাণ হারিয়েছেন মো. হাশেম।
Leave a Reply