নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় আব্দুল মান্নান ও ভোলা নামে দুই মোবাইল চোরকে আটক করেছেন থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পোরশা বাজার এলাকায় চুরি করে নিয়ে আশা মোবাইল বেচাকেনার সময় তাদের আটক করা হয়।
আটকৃত দুইজন হলেন উপজেলার ধুলাডাংগা গ্রামের মৃতু নুর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৮) ও নিয়ামতপুর উপজেলার শিবপুর বাজারের ওমর আলীর ছেলে ভোলা (৩২)।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, মানিব্যাগ ও মোবাইলের কভার সহ তাদের আটক করা হয়।
দুইজনই আত্নম্বীকৃত মোবাইল চোর। তাদের বিরুদ্ধে থানায় চুরি মামলা হয়েছে এবং বৃহস্পতিবার দুইজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।