ফটিকছড়িতে মোট ৪৪১১ কোটি ৭০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন
চটগ্রাম ফটিকছড়িতে মুজিববর্ষ উপলক্ষে ২ টি পৌরসভা ১৮ টি ইউপির বিগত বছরের সর্বমোট ৪৪১১ কোটি ৭০ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হল।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সায়েদুল আরেফিন এর সভাপতিত্ত্বে, প্রধান অতিথি চট্রগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়্যদ নজিবুল বশর মাইজভাণ্ডারী এসব প্রকল্পের উদ্বোধন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান, হোসেন মুহাম্মদ আবু তৈয়্যব, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী সাহীন, মহিলা-ভাইস চেয়ারম্যান, জেবুন নাহার (মুক্তা) সহকারী (ভুমি) জিসান বীন মাজেদ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের যুগ্ন-সাধারণ সম্পাদক, তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি পৌরসভার মেয়র, আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার মেয়র, সিরাজু দ্দৌলাহ, ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, রবিউল ইসলাম, ভূজপুর থানার কর্মকর্তা শেখ আব্দুল্লাহ, সহ ফটিকছড়ি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ।
এ-সময় (এমপি) নজিবুল বশর মাইজভাণ্ডারী বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছে বলে, মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা অব্যবহৃত রয়েছে, মুজিববর্ষ উপলক্ষে এসব উন্নয়ন ফটিকছড়ি বাসির জন্য প্রাধান মন্ত্রীর উপহার।
Leave a Reply