নিউজ ডেক্স: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে পড়ুয়া বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র কার্যকরী কমিটির নির্বাচন ও গেট টুগেদার ১৭ই মার্চ রোজ বুধবার মুরাদপুরস্থ হোটেল আল জামান হলরুমে অত্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, আইআইইউসি’র নবনিযুক্ত রেজিস্ট্রার,
আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আইআইইউসি’র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ আমান উল্লাহ,
এডভোকেট ইউসুফ আলম মাসুদ, আইআইইউসি স্টুডেন্টস এফিয়ারস ডিভিশনের কর্মকতা জনাব মুহাম্মদ সালাউদ্দীন, একাউন্টস ডিভিশনের কর্মকর্তা ইয়াসিন আবু হাসান, কাইসার আহমেদ কায়েজ, ইঞ্জিনিয়ার ইমরানুর রশীদ, জহির রায়হান, কায়েস, রবিউল হোসাইল রাহাত, ওসমান রাসেল, সৈয়দ শরফ রাসেল, আতিক উল্লাহ্ প্রমুখ।
নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাদ উদ্দিন রানা সভাপতি এবং ইইই বিভাগের আল সাঈদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Leave a Reply