ইব্রাহিম হোসেন, খাগড়াছড়িঃ
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে ।
রবিবার (২১ মার্চ) সকাল ১০ টায় মাটিরাঙ্গা বাজার সংলগ্ন প্রধান সড়কের মুক্তি যোদ্ধা চত্তরে জনসচেতনতা সৃষ্টিতে বিনামূল্যে বাজারের পথচারি, ব্যবসায়ি, মোটরসাইকেল ড্রাইভার, বাস যাত্রীদের ও হাট বাজার করতে আসা জন সাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী।
মাস্ক বিতরণকালে (ওসি) মোহাম্মদ আলী বলেন, বর্তমান করোনা সংক্রমণ আবারো বৃদ্ধি পাওয়ায় সকলকে সচেতন হতে হবে। এজন্য সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।
এছাড়া করোনার মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের নির্দেশিকায় ফ্রি মাস্ক বিতরণ, করোনা টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ,
সচেতনতামূলক মাইকিং, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখাসহ নানান উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ। করোনার সংক্রমনের বিস্তার রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার তদন্ত (ওসি) শাহনুর আলম, ট্রাফিক ইন্সপেক্টর( টিআই) জয়নাল আবেদিন, এস আই মোজাম্মেল হক, এস আই সুমন দে, এস আই সিপন ভূইয়া, এস আই ইরফান, এ এস আই এম সুমন, এ এস আই মোশারফ হোসেন সহ পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply