নিজস্ব প্রতিবেদক :
দক্ষিনখাঁন চাঁদনগর এলাকায় গার্ভেজ ভ্যানের মাধ্যমে বাসাবাড়ীর ময়লা- আবর্জনা নেওয়া নিয়ে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
যে কোন মূহুর্তে দক্ষিনখাঁনের ৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ দেখা দিতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ।
চাঁদনগর এলাকার ১৬০ টি বাসাবাড়ীর ময়লা ম্যাক্স সোস্যাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামক একটি এনজিও সংস্থা দীর্ঘ ১০ বছর যাবৎ নামে মাত্র একটি মাসিক ফী এর মাধ্যমে নিয়ে থাকেন।
সংস্থাটির চেয়ারম্যান পদে রয়েছেন জাপন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হান্নান।
সরেজমিনে অভিযোগ পাওয়া যায়, গত একসপ্তাহ যাবৎ বিমান বন্দর থানা আওয়ামীলীগ এর
সহঃসভাপতি সোহেল রেজা এর দিক নির্দেশনায় ও দক্ষিনখাঁন থানা ছাত্রলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম সীমান্ত ও ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শোয়েভ আক্তারের নেতৃত্বে একদল উশৃঙ্খল সংঘবদ্ধ যুবকরা গার্ভেজ ভ্যান চালকদের পিটিয়ে আহত করছে এবং গার্ভেজ ভ্যান তাদের নিয়ন্ত্রনাধীন এলকায় নিয়ে আটকিয়ে রাখে।
এ নিয়ে গত কয়েক দিন যাবৎ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উত্তেজনা চলে আসছে। বিষয়টি তদারকির দায়িত্বে থাকা দক্ষিনখাঁন থানার সাব ইন্সপেক্টর তানজির এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, তারা উভয়পক্ষ একত্রে বসে বিষয়টি মিমাংসা করবে। উত্তেজনাকর
পরিস্থিতির বিষয়ে ম্যাক্স সোস্যাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ম্যান আমিনুল ইসলাম প্রতিবেদককে বলেন, আমাদের সেবামূলক এনজিও সংস্থা ১০ বছর যাবৎ এলাকার পরিচ্ছন্নতার কাজ করে আসছে। পচ্ছিন্নতার কাজে মাসিক যে আয় আসে, তা দিয়ে গার্ভেজ ভ্যান চালকদের বেতন উঠে
না, এখানে দখলবাজি রাখা না রাখার কোন বিষয় নেই। আমরা দক্ষিনখাঁনের নাগরিক, দক্ষিনখাঁন ভিত্তিক রাজনীতি করি কিন্তু যে উত্তেজনা সৃষ্টি করছে সে বিমান বন্দর থানা আওয়ামীলীগের সহঃসভাপতি।
সে বাসাবাড়ীর ময়লা আবর্জনা নিয়ে যে রাজনীতি শুরু করেছে তাতেও আমাদের সম্মানীত সংসদ সদস্য এর নাম বিক্রি করছে।