
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে এক কিশোরীকে নিয়ে পালানোর সময় এক বখাটে যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
১৯শে মার্চ শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কুড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী জানান- ১৯শে মার্চ শুক্রবার রাত ৮ টার দিকে অত্র এলাকার আব্দুল গফুরের বখাটে ছেলে রাজু (১৯)একই এলাকার এক কিশোরী মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে বের করে। পরবর্তীতে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখায় কিন্তু সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটে রাজু জোর করে উঠিয়ে নিতে গেলে মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে রাজুকে ধরে ফেলে এবং প্রসাশনকে অবহিত করেন।
মধুপুর উপজেলা কমিশনার( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম.এ করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বখাটে রাজুকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী, পুলিশ প্রসাশন ও ইউপি সদস্য সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য উপজেলা কমিশনার (ভুমি) এম.এ করিম বিগত করোনা মহামারি থেকে শুরু করে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা, খাদ্য দ্রব্যের মুল্য বৃদ্ধি, নানান অনিয়মের বিরুদ্ধে এবং বাল্য বিবাহ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে মধুপুরবাসীর আস্থাশীল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই নানামুখী অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply