জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:-
আজ ২২ মার্চ রবিবার থ্রী স্টার হাঁস এন্ড ফিড সেলস সেন্টার উদ্যোগে হাঁস ও দেশি মুরগী এবং গবাদি পশু পালন প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় মেগা ইন্টারন্যাশনাল হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন থ্রী স্টার এর এম,ডি ডা: আই, ইউ, আশফাক প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার খালেদ হাসান, থ্রী স্টার এর চেয়ারম্যান আকতার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইয়ন গ্রুপ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মাহাবুব-ই-খুদা, যথাক্রমে ইয়ন গ্রুপ সিনিয়র ব্যবসা উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, ইয়ন গ্রুপ ডি,ভি,এম সিনিয়র টেরিটরি ম্যানেজার ডা: সাদ্দাম হোসেন, ইয়ন গ্রুপ সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ মিজানুর রহমান, থ্রী স্টার ফাইন্যান্স ডাইরেক্টর ফরহাদুল ইসলাম, থ্রী স্টার মার্কেটিং এন্ড সেলস ডাইরেক্টর মাও. ইব্রাহীম প্রমুখ। এ সময় বক্তারা বলেন এসো বন্ধু খামার করি বেকার মুক্ত দেশ গড়ি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ও পর্যবেক্ষণ করা।
Leave a Reply