নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় করোনা প্রতিরোধে জনগণকে সচেতনতা, স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যেগে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে নিতপুর বাজার, সরাইগাছি মোড় ও শিশা বাজারে করোনা প্রতিরোধে জনগণকে সচেতনতা, স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরিধান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
এ সময় কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খান, সহ কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন। অভিযান পরিচালনার সময় মুখে মাস্ক না পরার কারণে কয়েজন ব্যক্তিকে জরিমানা করা হয়।
সেই সাথে বাজারের বিভিন্ন দোকানে ও রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়। এ ছাড়া মুখে মাস্ক পরা ছাড়া বাড়ীর বাহিরে বের না হতে সকলকে বলা হয় এবং করোনা প্রতিরোধে সকল জনগণকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।