আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিলে রোববার (২১ মার্চ) তার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন।
তিনি জানান, ডা. মো. এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব শামীম আহাম্মদ কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব বলেন, ‘স্যারের কোন ধরনের শারীরিক সমস্যা নেই। তিনি স্বাভাবিক আছেন। প্রতিমন্ত্রী মহোদয়ের বাসাও এনাম মেডিকেল ভবনেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি হাসপাতালে আছেন।’
তবে এনাম মেডিকেলের একটি সূত্র জানিয়েছে, আজ বেসরকারি একটি হাসপাতালে আবারো করোনার পরীক্ষার পর সেখানে তার নেগেটিভ রিপোর্ট এসেছে। তারপরও তিনি কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে