ডেস্ক: গত মে মাসের ২৫ তারিখে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সেদিন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫০১ জন। এরপর ২৪ জুন (বুধবার) পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৮২ জনে। অর্থাৎ গত ৩০ দিনে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৮১ জনের। শুধু জুন মাসেই এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩২ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয় ৭০ বছরের বেশি বয়সের এক ব্যক্তির। মার্চ মাসে সর্বমোট পাঁচ জন মারা যান। এরপর এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন করোনায় মারা যান।