1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
নওগাঁয় পুলিশ ইন্সপক্টরের পিতার নামে  কৃষকের বেগুনক্ষেত নষ্ট করার অভিযােগ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা জুড়ে চলছে বালু ও মাটি কাটার মহাউৎসব বাঘায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিরপুর থানা যুবদলের ১২ নং ওয়ার্ডের কর্মী সন্মেলন অনুষ্ঠিত কক্সবাজার দক্ষিণ বনবিভাগে ১৫ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু সহ চলতি মাসেই ৩ হাতির মৃত্যু হয় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা উলিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে কমিউনিটি ক্লিনিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সহ তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চুড়ান্ত বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলায় আসামী ১১২ জন কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের নৃশংসতায় প্রাণ গেল তরুণের

নওগাঁয় পুলিশ ইন্সপক্টরের পিতার নামে  কৃষকের বেগুনক্ষেত নষ্ট করার অভিযােগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৬.২৫ পিএম
  • ২৪৫ বার পঠিত
সুবীর দাস নওগাঁ প্রতিনিধিঃ
জমিজমা নিয়ে বিরােধের জের নওগাঁয় এক দিন মজুর গরীব অসহায় কৃষকের ৮কাটা জমিতে রােপনকৃত বেগুনক্ষেত রাতের অন্ধকারে অভিনব কায়দায় নষ্ট করার অভিযােগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।
মূল অভিযুক্ত ওই ব্যক্তির  মাসুদ পারভজ (রিপন) বাংলাদশ পুলিশের ইন্সপক্টর পদে ঢাকার রামপুরা থানায় কর্মরত রয়েছেন। ছেল পুলিশে চাকুরি করার কারনে নিজ গ্রামে প্রভাব খাঠিয়ে নানা অপকর্ম করে চলছেন বলে অভিযােগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভােগি কৃষক নওগাঁ সদর মডেল থানায় সাধারণ ডায়রি ( অভিযাগ ) করেছেন।
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে এর বর্ষাইল (খাড়াপাড়া) গ্রামের গরীব কৃষক  মােস্তফার সাথে দীর্ঘদিন যাবৎ বসতভিটা ও মাঠের জমিজমা নিয়ে বহুকাল ধরে বিরােধ চলে আসছিল ।
একই গ্রামের প্রভাবশালী আলিম উদ্দিনের সাথে।
প্রতিপক্ষ প্রভাবশালী আলিম উদ্দিন এর দাবি কৃষক মােস্তফার বসোবাসরতো বাড়ির অংশ ৪শতক জায়গা তিনি পাবেন। এটা বারেবারে বিরােধের এক পর্যায়ে গ্রাম্য সালিশ হয় উভয় পক্ষকে নিয়ে। সালিশে কৃষক মাস্তফার পক্ষেই রায় আসে।
 প্রভাবশালী আলিম উদ্দিন ক্ষুব্দ হয়ে বিভিন্ন সময় নানাভাবে হুমকি-ধামকি প্রদান ও মারধর করে। এতে নিরাপত্তাহীনতায় ভােগে অসহায় কৃষক মােস্তফা ও তার পরিবার। বিষয়টি নওগাঁ সদর থানায় মামলা করতে গেল থানা পুলিশ মামলা না নেয়ায় চলতি বছরের ২৩.০৩.২১ইং তারিখে
আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরো উভয় পক্ষের উপস্থিতে কৃষক মােস্তফার পক্ষে রায় দিয়ে আদালত অভিযুক্তদের সতর্ক করেন। প্রধান অভিযুক্ত আলিম উদ্দিনসহ ৪জনক সতর্ক করে আদালত।
অভিযুক্তরা আগামীতে আর কৃষক মােস্তফা ও তার পরিবারকে হয়রানি করবেনা বলে মুসলেকা দেয়।
ঐ রাতে  রাশেদার বক্তব্য অনুযায়ী, তারা আদালত থেকে ফিরে বুধবার রাত আনুমানিক ১টার দিকে প্রধান অভিযুক্ত আলিম উদ্দিনসহ ৪/৫জন মিলে
বাড়ির পাশে কৃষক মােস্তফার ৮ কাঠা জমিতে রােপনকৃত বেগুন গাছে অভিনব কায়দায় টেনে উপরে নষ্ট করে ফেল। নষ্ট করা বেগুন গাছ তারা রাতের অন্ধকার শু-কৌশলে কােথায় যেন গুপ্ত করে রাখে। এতে তার প্রায় ৯০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
প্রভাবশালী আলিম উদ্দিন বলন, আজ আমার প্রতিপক্ষ মােস্তফা এক সময় আমাদের বাড়িতে কাজ করতেন। তবে যে জমিতে তারা বেগুন গাছ রােপন করেছিল,
ওই জমির প্রকৃত মালিক আমরা। তাই বিষয়টি আদালতে বিচারাধীন অবস্তায় আছে আদালত যা ফায়সালা দেব আমরা তা মনে নিবো।
এ বিষয়ে সাংবাদিকদের সন্দেহ হলে, বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ মুক্তির মােড়ে জেলা
সাংবাদিক ইউনিয়ন জমির প্রকৃত কাগজ নিয়ে ১ম পক্ষ ও ২য় পক্ষকে যাচাইয়ের জন্য ডাকলে ১ম পক্ষ জমির সকল কাগজ পত্র আনলে ওদিকে ২য় পক্ষ কাগজ;তাে, দুরের কথা নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল,আপেল,রতনসহ প্রায় ২০জনকে নিয়ে এসে উল্টা ১ম পক্ষসহ বেশ কয়েক জন শ্রণীভুক্ত
সাংবাদিককে নিউজ না প্রকাশিত করার ভয়-ভীতি দখিয়ে চলে যান। উক্ত ঘটনাটি ওখানকার উপস্থিত  সাংবাদিকরা নওগাঁর সিনিয়র সাংবাদিক ও স্থানীয়  প্রশাসনকে জানালে তারা প্রয়াজনীয় ব্যাবস্থা নিব বলে আশ্বস্ত করেন।
এ ঘটনায় কৃষক মােস্তফা বুধবার দুপুরে নওগাঁর সদর মডল থানায়  আলিম উদ্দিনসহ ৫জনর নামে একটি লিখিত অভিযােগ করেছেন। অভিযােগের কারনে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে থানার এ.এস.আই মুক্তার হােসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ঘটনাটি তদারকি করার জন্য সিনিয়র একজন অফিসারকে দায়িত্ব দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews