আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
১৯৭১ সালের ২৫মার্চ ভয়াল কাল রাত্রিতে পাক হানাদার বাহিনীর নির্মম নৃশংসতায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম জেলাস্হ আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন অনুষ্টানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২৫মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ যোবায়ের আহমেদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) স,ম,দিদার সিকদার, বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্স বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমূখ।
সম্মানীত অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুল মান্নান চেয়ারম্যান, ১নং বৈরাগ ইউ,পি,চেয়ারম্যান জনাব মো.সোলায়মান, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার
আবদুল মান্নান, বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মহিউদ্দিন, সাংবাদিক রফিক খান, মোরশেদ আলম সহ স্হানীয় সুধী বৃন্দ উপস্হিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।