কুড়িগ্রামের উলিপুরে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোরে রাতে উপজেলার তবকপুর ইউনিয়নে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা মাইলডাঙার পাড় গ্রামের মজিবর রহমানের পুত্র মৎস্য চাষী শিপুল মিয়া বাড়ির পার্শ্বে ৩০শতক পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছন। প্রতিদিনের মতো শুক্রবার (২৬মার্চ) রাত ১টার দিকে শিপুল বাড়িতে এসে ঘুমিয় পড়েন। পরে রাতে দুর্বত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরটি বিল অবস্তি হওয়ায় বিভিন প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
ভুক্তভাগী শিপুল মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে নিজের এবং অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। একটি মহল বিভিন্ন ভাবে আমার এবং আমার পরিবারর ক্ষতি করার জন্য পায়তারা করে আসছে।
গত ২ বছর আগেও তারা আমার পুকুর বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি করেছে।
এবিষয়ে উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে।