
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
বৈশিক মহামারী করোনাভাইরাস কোভিট-১৯ হঠাৎ করে আবারো বেড়ে যাওয়াই করোনার প্রকোপ ঠেকাতে জয়পুরহাটের আক্কেলপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারীসহ মোট ১৩ জনকে ২৯ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১ শত পথচারী দোকানিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কিশোরের মোড় চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।
এসময়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজলুর রশীদ কবিরাজ মন্টু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার উপজেলা প্রতিনিধি মীর আতিকুজ্জামানসহ আক্কেলপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এবিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান সূর্যোদয় কে জানান, বর্তমানে আবারো করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়াই। করোনা প্রকোপ ঠেকাতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ তৎপরতা চালানো হয়। তিনি আরও বলেন সরকারের দেয়া নির্দেশে জনস্বার্থে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply