চকরিয়া প্রতিনিধি
ঘুষ নিতে গিয়ে দুদকের কাছে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান (৩১) ও তার অফিস মোহরার দুর্জয় কান্তি পাল (৩৮)। এসময় তাদের কাছ থেকে ঘুষের ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জব্দ করে দুদকে টিম।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদক এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২–এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।
ওই অভিযানে সাব রেজিস্ট্রার নাহিদুজ্জামানের ব্যবহৃত স্টিলের লকার থেকে ১ লাখ ৯২ হাজার ৫৫০ টাকা, অফিস মোহরার দুর্জয় কান্তি পালের ড্রয়ার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও শ্যামল বড়ুয়ার ড্রয়ার থেকে ২ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা জব্দ করে দুদক টিম। যদিও অভিযানের সময় কৌশলে পালিয়ে যান অফিস সহকারী শ্যামল বড়ুয়া। এছাড়া ওই তিনটি ড্রয়ার থেকে ঘুষ লেনদেনের হাতের লেখা ৪১টি স্লিপ জব্দ করা হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২–এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। এসব টাকা বৃহস্পতিবার জমি রেজিস্ট্রির সময় অবৈধ লেনদেন হয়েছে।
এসব টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা। অভিযানের সময় অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অফিস সহকারী কৌশলে পালিয়ে গেছেন। শুক্রবার গ্রেপ্তার সাব রেজিস্ট্রার ও অফিস মোহরারকে আদালতে তোলা হবে বলেও জানান এ দুদক কর্মকর্তা।
দুদক সূত্রে জানা যায়, দুদকের হটলাইনে (১০৬) চকরিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ের এক ভুক্তভোগী ঘুষ লেনদেনের বিষয়ে অভিযোগ করেন। এরপর দুদকের একটি গোয়েন্দা দল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছদ্মবেশে সাব রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান করে।
দলটি সরেজমিনে ঘুষ লেনদেনের চিত্র দেখে। পরে সন্ধ্যা ছয়টা থেকে আনুষ্ঠানিক অভিযান শুরু হয়। সেই অভিযান শেষ হয় রাত তিনটায়।
Leave a Reply