কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ছেলের দায়ের কোপে আনোয়ারা বেগম নামে এক মায়ের (সৎ মা) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা আমিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনমারা আমিন পাড়া গ্রামের হোসেন আহমদ (লম্বা হোসন) দুটি বিয়ে করেছেন। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো।
শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে লম্বা হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগম (৪৫) কে মাথায় ধারালো দায়ের কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহ জাহান জানান, হরিণমারা আমিন পাড়া এলাকার হোসেন আহমেদের ছোট স্ত্রী আনোয়ারা বেগম নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। কে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। বিস্তারিত তদন্তের পর জানা যাবে। উখিয়া থানার উপ পরিদর্শক আলামিন ঘটনাস্থলে রয়েছে। উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন নিহতের সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply