আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান সদর তালুকদার পাড়া বৌদ্ধ বিহারের প্রয়াত ভদন্ত নারাদা মহাথেরো মহাপ্রয়ানণে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভদন্ত নারান্দা ৭৫ বছর বয়সে নিজ মন্দিরে ৩ জানুয়ারি ২০২১ সন্ধ্যায় পরলোক গমন করেন।
আজ ৩ মার্চ বিকালে তালুকদার পাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে রেইছা মার্মা পাড়া, ডুলু পাড়া ও তালুকদার পাড়া সোয়াইং নৃত্য অংশগ্রহনে শেষে মহাথেরো মঙ্গলবাজি প্রজ্বলনে মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, চটগ্রামে বিশ্ববিদ্যালয়ে পালিত বিভাগে অধ্যপক ডাঃ. জিনাবুদ্ধ মহাথেরো, ৩নং সদর ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান সাচপ্রু মার্মা, ৪নং সুয়ালক ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান উক্যনু মার্মা, আহবায়ক কমিটি সদস্য অংজ মারমা, আহবায়ক কমিটি উচনু মার্মা, কারবারি সানুমং, ১০০ বুদ্ধবিশিষ্ট ভদন্ত মহাথেরো সহ দায়কদায়িকা ও অনুষ্ঠানে আগত পুণ্যকর্ম বৃন্দ।
এইদিকে চটগ্রামে বিশ্ববিদ্যালয়ে পালিত বিভাগে অধ্যপক ডাঃ. জিনাবুদ্ধ মহাথেরো ভদন্ত মহাথেরো দীক্ষায় বলেন, জগতে সকলকে একদিন পরপারে যেতে হবে,ধর্মকে পুণ্য করে স্বর্গে যাওয়া পূন্য লাভ ঘটে। তাই সকল দায়কদায়িকা ধর্মকে মন প্রাণ দিয়ে দেশনা করতে হবে। ধর্মে প্রতি আগ্রহ জন্য ধর্ম দেশনা প্রদান করেন।
Leave a Reply