সোমেন সরকার
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। আর ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩২ জনের দেহে। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।রোববার (৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে মোট ৪১ হাজার ৫০০ জন এবং মৃত্যুবরণ করে ৩৯৩ জন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের পাঁচটি ল্যাবে গতকাল শনিবার (৩ এপ্রিল) ১ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ দশমিক ২৭ শতাংশ হারে ২৩২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে ২১৯ জন নগরে এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩ জন। এ সময় মৃত্যু হয়েছে চারজনের, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৪ আগস্ট করোনায় চারজনের মৃত্যু হয়েছিল।সিভিল সার্জন অফিস জানায়, গতকাল শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
(সিভাসু) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের জনের শরীরে করোনা পাওয়া গেছে। প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।আর কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের পরীক্ষায় কারও দেহেই করোনার জীবাণু পাওয়া যায়নি।
গতকাল অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..