1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বান্দরবানের লামার গজালিয়া সড়ক নিয়ে দুর্ভোগে ৩টি ইউনিয়নের জনগণ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কসবায় বিএসএফের এলোপাথাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত! চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবানের লামার গজালিয়া সড়ক নিয়ে দুর্ভোগে ৩টি ইউনিয়নের জনগণ

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ১২.১৬ এএম
  • ২৩৫ বার পঠিত
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর, ফাইতং ও গজালিয়ার একমাত্র সংযোগ সড়ক গজালিয়া সড়ক। আজিজনগর ও ফাইতং এর একাংশের লোকজন বিভিন্ন অফিসিয়াল এবং বাণিজ্যিক কাজের জন্য লামা উপজেলা সদরে যাতায়াত করে এ সড়ক দিয়ে।
কিন্তু তাদের দুর্ভোগের কোন শেষ নেই। শুষ্ক মৌসুমের ধূলাবালি আর বর্ষার কর্দমাক্ত জরাজীর্ণ জীবন অত্র এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ২০ কিলোমিটারের এ রাস্তা সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন প্যাকেজে ১২ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলে ও আর ৮ কিলোমিটার কাজ এখনো কাঁচা এবং অসম্পূর্ণই রয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ৮ কিলোমিটারের এই কাঁচা রাস্তা তাও আবার উঁচুনিচু গর্তে ভরা। ব্রীজ কালভার্টগুলোর ও বেহাল অবস্থা বিরাজমান কিছু কিছু স্থানে অতি দ্রুত বেইলী ব্রীজ নির্মাণ আবশ্যক। আবার কোনো কোনো জায়গায় ব্রীজ-কালর্ভাটও নাই। পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে ছোট ছোট খাল গুলো পাড়ি দিচ্ছে লোকজন। কিন্তু বর্ষার মৌসুমে এপার থেকে ওপারে আসা যাওয়া দুষ্কর হয়ে পড়বে বলে জানায় এলাকার লোকজন। এই ৮ কিলোমিটারের সড়কের যন্ত্রণা যেন শেষই হচ্ছে না অত্র ইউনিয়নের লোকজনের।
এব্যাপারে আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন,এই সড়কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ইউনিয়নের জনগণের স¦ার্থে এই ৮ কিলোমিটার রাস্তা/সড়কটির কাজটি খুব দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। যেহেতু এ সড়ক দিয়ে উপজেলা সদরে প্রতিনিয়ত আমাদের যাতায়াত করিতে হয়।
বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মুছলে উদ্দিন জানান, বান্দরবানে নতুন যোগদান করেছি তাই অনেক জায়গা আমার অচেনা-অজানা। দয়া করে উপ-সহকারী প্রকৌশলী সঙ্গে এই বিষয়ে কথা বল্লে ভালো হয় বলে উনার মতবাদ পোষণ করেন।
লামার সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বলেন, জোনাল অফিসে গজালিয়া সড়ক, নাইক্ষ্যংছড়ি সড়কসহ আরো বেশ কয়েকটি সড়কের পরিমাণ করে কাগজপত্র পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews