ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা সহ বিভিন্ন স্থান ও উপজেলা গুলোতে বিদ্যুৎ গ্রাহকরা নিজের টাকায় বিদ্যুৎ মিটার ক্রয়করার পরেও প্রতি মাসে পল্লী বিদ্যুৎ কে মিটার ভাড়া দিতে হয়। বিদ্যুৎ বিভাগ কৌশলে এ অনিয়ম দুনীর্তি করে । জনগণের জমিতে বিদ্যুৎ বিভাগ খুঁটি পুতে লাইন টানিয়ে গাছ গাছালী ফসল নষ্ট করে কোটি কোটি টাকা ব্যবসা করে যাচ্ছে সত্য- সেই সবের কোন ভাড়া বিদ্যুৎ বিভাগ মানুষে কে না, দিয়ে তাদের চালিয়ে যাচ্ছে । অথচ গ্রাহকরা নিজের টাকায় মিটার ক্রয় করে প্রতি মাসেই মিটার ভাড়া দিয়ে চলছে অবাধে । এমনি ভাবে মিটার ভাড়া সহ নানা ভাবে কৌশলে অনিয়ম করেন । মোবাইলসংস্থা যদি টাওয়ার বসায়ে জমির ভাড়া দিয়ে জন সেবা দিয়ে ব্যবসা করতে পারে- তা হলে বিদ্যুৎ বিভাগ ভাড়া দিতে আপত্তি কি জন্য? হয় মিটার ভাড়া মওকুফ করুক -নয় তো বা মানুষের জমির উপর খুঁটি পুতার ভাড়া প্রদান করুক বিদ্যুৎ বিভাগ। এ ছাড়াও বিদ্যুৎ বিভাগে কর্মরত স্ব,স্ব,স্থান এলাকার কর্মকর্তা কর্মচারী কৌশলগত ভাবে অনিয়ম করেন বলে তথ্য রয়েছে।