ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উষা রানী ধর নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে, সে খাগড়াছড়ি শহরের কলানপুরের বাসিন্দা।খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান,কয়েক দিন আগে উষা রানী ধর নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা সংগ্রহ করা হলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, এপ্রিল মাসে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। খাগড়াছড়িতে করোনায় মারা গেছেন ৮ জন। এখন পর্যন্ত করোভাইরাসে আক্রান্ত হয়েছে ৮শ ৬৫ জন।
Leave a Reply