রবিবার (১১ এপ্রিল) মাইজভাণ্ডার দরবার শরীফে দুই হাজার পরিবারের মাঝে বিতরণের মধ্যদিয়ে অনুষ্টানিক এই কার্যত্রুম শুরু হয়।
এ-বিষয়ে ট্রাস্টের চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, “প্রিয় নবীজী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘সেই প্রকৃত মু’মিন, যে মানবসেবায় জড়িত।’ তাই আমরা সবসময় চেষ্টা করি মানুষের সহায়তায় সাধ্যমত পাশে দাঁড়াতে। প্রতিবছর ট্রাস্ট রমজান মাসে দরিদ্রদের মাঝে খাদ্যপণ্য, ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে। পাশাপাশি আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম পবিত্র রমজান মাসে, দেশজুড়ে এ ধরণের কার্যক্রম হাতে নিয়ে থাকে। আমি সকলকে আহবান জানাবো, যার যার অবস্থান থেকে আমাদের অসহায় মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ ইসলাম মানুষে মানুষে ভ্রতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমাদের কোন মুসলিম ভাই-বোনের অভাব-কষ্টের কথা ভুলে গেলে, রোজার প্রকৃত বরকত থেকে আমরা বঞ্চিত হব। আমরা যেন পবিত্র রমজান মাসে মহান আল্লাহ্ ও তার প্রিয় হাবিব (সাঃ) এর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারি, একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য ও প্রার্থনা।
Leave a Reply