এস কে রাসেল
করোনা ভাইরাসের প্রকোপ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। এরই অংশ হিসাবে আজ বুধবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাব্যপি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সর্বাত্মক লকডাউনের চিত্র ছিলো দৃশ্যমান।
বুধবার সকাল থেকে সরকার ঘোষিত নির্ধারিত প্রতিষ্ঠান ব্যতিরকে অন্য কোন দোকানপাট খুব একটা খোলা রাখেনি ব্যবসায়ীরা।
রামগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতায় শহরের পুলিশ বক্স চত্বর, সোনাপুর বাজার, পানপাড়া বাজার, কাটাখালি, কচুয়াসহ সীমান্ত এলাকায় লোকজনের চলাফেরা ছিলো খুবই নগন্য। একান্ত বাধ্য না হলে লোকজন বাজারে আসছেন না বা দোকানপাট খুলছেন না।
দুপুরে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সচেতনতামূলক প্রচারনা করেন। অফিসার ইনচার্জ সরকারীভাবে নির্ধারিত সময় পর্যন্ত নিরাপদে থাকার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন। একান্ত প্রয়োজন না হলে ঘরের বাহিরে না আসতেও অনুরোধ করেন পুলিশের এ কর্মকর্তা।
এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..